পহেলা বৈশাখ করবে বরণ হরেক রকম রঙ্গে
সংস্কৃতি তুলবে ধরে যা আছে মোর বঙ্গে।
জারি সারি মুর্শিদী গান বাজবে নানান বাদ্য
কাঁচা পেঁয়াজ পান্তা ইলিশ খাবেন নানান খাদ্য।
ঢেঁকি, কুলা, তালের পাখা, তাঁতের লুঙ্গি, শাড়ি
মাটির হাঁড়ি, মাটির চুলা মনটা নেবে কাড়ি।
ঐতিহ্যটা তুলুক ধরে করবো সবাই বন্দনা
সবকিছু আজ ভুলে যাওয়া, বলো এটা মন্দ না?
শপথ করি বাংলাদেশের সংস্কৃতি ভুলবো না
অপসংস্কৃতির পিছে আর তো মোরা ছুটবো না।
বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
এএ