এসেছে আবার ঘুরে
বাঙালির বৈশাখ,
প্রহরের শুরুতেই
চারদিকে হাঁকডাক।
প্রস্তুত সব-ভাই
বর্ষবরণে,
যেভাবে যে চাইছে
বিভিন্ন ধরণে।
ভোর হলেই রাঙিয়ে
দেশি সাজসজ্জা,
শানকিতে পানতা
নেই কোনো লজ্জা!
দিনভর হুল্লোড়
মেতে ওঠা গানেতে,
আল্পনা এঁকে নেবে
তুলির টানেতে।
দিন শেষে ক্লান্তি
বরণে বর্ষ,
বছরের প্রত্যাশা
থাকে যেন হর্ষ।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬