নগর জুড়ে ভ্যাপসা গরম
রোদের সে কি তেজ
শুকিয়ে গেছে পুকুর-নদী
পাম্প শিনে সেচ।
ধূলায় মলিন পথে ঘাটে
জাম লিচু আম
বৃষ্টি নেই গরম শুধু
গ্রীষ্ম যে তার নাম।
আতা ফলের রং ধরেছে
রং ধরেছে লিচু
সাথে সাথে গরম ব্যাটায়
নিয়েছে যে পিছু।
খোকন সোনার আবদারেতে
বাবা তরমুজ কেনে,
কাঠফাঁটা সেই রোদের তেজে
গরম রাতে দিনে।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
এএ