ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

এই সবুজের দেশে | সৈয়দ শরীফ

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, মে ৪, ২০১৬
এই সবুজের দেশে | সৈয়দ শরীফ

যদি কখনো আসি ফিরে এই সবুজের দেশে,
পাকাধানের ঢেউ খেলাবো নবান্নেরও বেশে !
হাসবে কৃষক প্রাণটা খুলে দেখে ধানের ঢেউ,
তাদের মুখে হাসি দেখে হাসবে রে যে কেউ।
হাসবো আমি সে-ঢেউ দেখে সবাই যদি হাসে,
হেসে হেসে উড়ে বেড়াবো দূরের ওই আকাশে!
পড়বো ঝরে বৃষ্টি হয়ে এই সবুজের মাঝে,
আমায় পেয়ে হাসবে কৃষক সকাল, সন্ধ্যা, সাঁঝে।


ঢেউ মাতাবো সবজে রঙের জলঙ্গীরও বুকে,
সুখের হাসি ঠিক ফোটাবো মাঝি ও জেলের মুখে!
রাত্রিবেলার জোনাকি হবো, ছড়াতে সবুজ আলো,
সেই আলোতে বিদায় নেবে নিশীথের যত কালো।
তোমরা যদি আসো কখনো এই সবুজের দেশে,
দেখতে পাবে সবুজের দল ফুটেছে দারুণ হেসে!

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মে ০৪, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।