এক যে ছিলো ছোট্ট খোকা
'মা' ছিলো না তার,
প্রসবকালে সেই যে গেলো
ফিরেলো না 'মা' আর।
ছোট্ট থেকেই বোঝেনি সে
মায়ের স্নেহ-আদর কী?
মায়ের শোকে কাঁদে রে খুব
তার বিছানার মাদুরটি!
আশেপাশে সবাই যখন
ঘোরে মায়ের হাত ধরে,
খোকার মনে কষ্ট বাড়ে;
কাঁদে সে তাই রাতভরে।
'মা' নেই যার, সে-ই তো বোঝে
'মা' ডাকেরও মূল্যটি,
এই ধরাতে নাই রে কোনো
মায়ের সমতুল্যটি।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, মে ০৭, ২০১৬
এএ
।