ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

মা-হারা খোকা | সৈয়দ শরীফ

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, মে ৭, ২০১৬
মা-হারা খোকা | সৈয়দ শরীফ

 এক যে ছিলো ছোট্ট খোকা
      'মা' ছিলো না তার,
   প্রসবকালে সেই যে গেলো
    ফিরেলো না 'মা' আর।

   ছোট্ট থেকেই বোঝেনি সে
    মায়ের স্নেহ-আদর কী?
  মায়ের শোকে কাঁদে রে খুব
    তার বিছানার মাদুরটি!

    আশেপাশে সবাই যখন
    ঘোরে মায়ের হাত ধরে,
    খোকার মনে কষ্ট বাড়ে;
    কাঁদে সে তাই রাতভরে।

'মা' নেই যার, সে-ই তো বোঝে
     'মা' ডাকেরও মূল্যটি,
  এই ধরাতে নাই রে কোনো
       মায়ের সমতুল্যটি।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, মে ০৭, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।