ছোট্ট রবি
বাবা গেছেন দূর পাহাড়ে
ফিরবে দু’মাস বাদে
বাড়ির সবই আগের মতন
মনটা রবির কাঁদে।
বাবার মতো রবিও যাবে
ওই পাহাড়ের নীড়ে
রবিও এমন নাম কুড়াবে
সারাটা জগৎজুড়ে।
গুরুমশাই পড়তে বসায়
সকাল সন্ধ্যা বেলা
আপন মনেই খেলে রবি
জ্ঞানার্জনের খেলা।
পড়তে রবির ভালো লাগে
লিখতে বাসে ভালো
কতো কিছু যায় গো জানা
জ্বলে জ্ঞানের আলো।
অজানাকে জানতে হলে
পড়তে হবে বেশি
জানার সুখে ঝলমলে মুখ
রবির দিবানিশি।
সেদিনও সে সন্ধ্যে বেলা
ভাবছে বসে ঘরে
দুধ-মিষ্টি খায় যদি সে
পিঁপড়া কেঁদে মরে?
তখনই খবর, শত্রু দেশ এক
হানবে আঘাত দেশে
মায়ের কানেও পৌঁছালো এ
সংবাদ অবশেষে।
স্বামী ফেরার শঙ্কাতে তাই
চিন্তিত মা অতি
ছোট্ট রবি লিখলো প্রথম
প্রিয় বাবার প্রতি।
পত্র পড়ে ভাবেন পিতা
লিখলো কেমন করে
ঠাকুরবাড়ির ছোট্ট রবি
এমন মায়ায় ভরে!
বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, মে ০৮, ২০১৬
এসএনএস