আমার দেশে কত্ত পাখি,
যত্ত দেখি, মত্ত থাকি !
হয় না দেখার শেষ তবু-
চালাক ওরা, দেয় না ধরা,
একটু ঝুঁকি নেয় না ওরা,
হয় যদিও ক্লেশ কভু।
আমার দেশে নদী আছে,
একটা তো নয়, অধিক আছে !
সব নদীতেই মাছ ভরা-
সেই নদীতে জেলেও আছে,
চোখ যে তাদের মাছে মাছে,
তাদের কর্ম মাছ ধরা !
আমার দেশে সব-ই আছে,
ছড়াকার এবং কবি আছে !
তাদের লেখার মাঝে-
জাগ্রত হয় মানবতা,
ম্লান হয়ে যায় দানবতা;
আমার দেশও সাজে !
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জুন ১০, ২০১৬
এএ
।