ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বাদল দিনে ঈদের চাঁদ | মাহমুদ মেনন

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, জুলাই ৫, ২০১৬
বাদল দিনে ঈদের চাঁদ | মাহমুদ মেনন

গোলবৃত্তে সবই ফাঁকা
একটি ফালি আলোয় আঁকা
হবে ঈদের চাঁদ

সাঁঝ আকাশে উঠবে বলে
ভোরেই খোকাখুকুর দলে
 করছে খেলা বাদ

দিনটি আজ চাঁদকে দেখার
এক চিলতে আলোর রেখার
উঠতে বাকি কত?

সকাল থেকে তারই আশা
মনটি ভরে দেখবে ভাসা
চাঁদকে অবিরত

দুপুর বেলা আকাশ জুড়ে
মেঘেরা সব যাচ্ছে উড়ে
ডাকছে গুড়ুম ডাক

চাঁদকে দেখার আশাখানি
ডুবছে এবার খোকার জানি
পেয়েই মায়ের হাঁক

ঝম ঝম ঝম বৃষ্টি ঝরে
খোকা মনে ভাবছে ঘরে
বসেই থাকা দায়

ঈদের চাঁদের দিন-দুপুরে
বৃষ্টি কেন আকাশ জুড়ে
নামলো এমন হায়!

ঘুমিয়ে গেলো কোন এক ফাঁকে
চোখ খুলে সে দেখলো মাকে
‘ওঠ এবার খোকা

ঈদের চাঁদ দেখবে নাকো
এখন যদি ঘুমিয়ে থাকো
বলবে সবে বোকা’

লম্ফ দিয়ে উঠলে যে সে
ঘর পেরিয়ে বাইরে এসে
দৃষ্টি আকাশ পানে

এক ফালি চাঁদ হয়ে বাঁকা
সাঁঝ আকাশে ঝুলছে একা
দোল লাগিয়ে প্রাণে!

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।