ঈদ এলে চারিদিকে
পড়ে যায় সাড়া
উল্লাসে ওঠে মেতে
গাঁও গেরাম পাড়া!
ঈদ এলে ঘরে ঘরে
জাগে খুশির বান
শিশু কিশোর ওরা সবাই
পায় যে নূতন প্রাণ!
ঈদ আনে সবার প্রাণে
খুশিরই জোয়ার
ধনি গরিব ছোট বড়
আনন্দ সবার!
ঈদের খুশি ভাগ করি ভাই
পাই যে কত সুখ
ক্ষণিক তরে যাই যে ভুলে
মনের যত দুখ।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৬
এএ