আমি যখন ছোট ছিলাম, ছিলো মজা কত!
বড় হয়ে দেখছি কিছুই নেইতো আগের মতো।
কোথায় গেলো চি-বুড়ি-চি খেলার ধুধু মাঠ?
চার দেয়ালে আটকা জীবন স্বপ্নটা আঁটসাঁট।
কোথায় গেলো বায়োস্কোপ আর লাল মোরগের ঝুঁটি?
তোমরা এখন কাটুন দেখে হেসেই লুটোপুটি!
আমার সময় কাটত মাঠে ঘুড়ির ডানা মেলে,
তোমরা এখন কাটাও সময় কম্পিউটার খেলে।
আমার সময় ছিল দামে আধুলি আর সিঁকি।
তোমরা দেখি টাকা গোনো বড়ই ঝিকিমিকি!
বদলে যাওয়া নতুন শহর কতই না রঙিন!
মনে তবু হাতছানি দেয় ফেলে আসা দিন।
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
এএ