ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বর্ষার দি‌নে | মো. মোসা‌দ্দেক হো‌সেন

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৬
বর্ষার দি‌নে | মো. মোসা‌দ্দেক হো‌সেন

আকাশটা যে মেঘলা আ‌জি
ঝর‌বে কখন বৃ‌ষ্টি
মে‌ঘের ফাঁ‌কে আ‌লোর কিরণ
‌নিলো কে‌ড়ে দৃ‌ষ্টি।
পাতায় পাতায় বৃ‌ষ্টি ভে‌জে
ঝ‌রছে কদম বোঁটা
ভরা পুকুর ভরা নদী
ঝ‌রে বৃ‌ষ্টি ফোঁটা।


আ‌লো মে‌ঘে মিত্র হ‌য়ে
রংধনুর সাজ
তারই র‌ঙে আঁকা ছ‌বি
বঙ্গমাতার রাজ।
কদম ফু‌লে ঐ বাগা‌নে
রূ‌পের ব‌সে হাট
‌পাকা বে‌লের ঘ্রাণটা যে
ক‌রে জমজমাট।
আতার র‌ঙে তোতা আ‌সে
জলপাই ডা‌লে ফুল
কদম খা‌নি খোপায় ভরা
বরই ফুলটা দুল।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।