আকাশটা যে মেঘলা আজি
ঝরবে কখন বৃষ্টি
মেঘের ফাঁকে আলোর কিরণ
নিলো কেড়ে দৃষ্টি।
পাতায় পাতায় বৃষ্টি ভেজে
ঝরছে কদম বোঁটা
ভরা পুকুর ভরা নদী
ঝরে বৃষ্টি ফোঁটা।
আলো মেঘে মিত্র হয়ে
রংধনুর সাজ
তারই রঙে আঁকা ছবি
বঙ্গমাতার রাজ।
কদম ফুলে ঐ বাগানে
রূপের বসে হাট
পাকা বেলের ঘ্রাণটা যে
করে জমজমাট।
আতার রঙে তোতা আসে
জলপাই ডালে ফুল
কদম খানি খোপায় ভরা
বরই ফুলটা দুল।
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৬
এএ