দূর আকাশে তারার মেলা
ঝিঁ ঝিঁ ডাকে দূরে,
জোনাক জ্বলে টিপ টিপ টিপ
মন উদাস হয় সুরে।
ঝিঁ ঝিঁ ডাকা জোনাক জ্বলা
রাতের তারার সনে,
মন ওড়ে ঐ অচিনপুরে
স্বপ্ন দেখার ক্ষণে।
কল্পালোকে হারিয়ে যায়
মন বলাকার পাখা,
বদ্ধ ঘরে রুদ্ধ হয়ে
যায় কি বলো থাকা?
মুগ্ধ মনে এরূপ দেখি
দু’চোখ মেলে রাতে,
স্বপ্ন এসে দোল দিয়ে যায়
নিত্য আঁখিপাতে।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
এএ