শরৎ এলো নীল গগনে
শুভ্র মেঘের মেলায়,
উষ্ণ বাতাস বইছে যেন
ভাসছে শরৎ ভেলায়।
শরৎ এলো ওই সুদূরের
তাল গাছটা যে ঝাঁপিয়ে,
গুড়ুম গুড়ুম আচমকা মেঘ
আকাশ দিলো কাঁপিয়ে।
শরৎ এলো গাঁয়ের বাঁকা
মেঠো পথের কিনারায়,
দূর্বা ঘাসের পথ মাড়িয়ে
কিষাণ বধূর আঙ্গিনায়।
শরৎ এলো নদীর বাঁকে
কাশফুলেরই মেলাতে,
হইহুল্লোড়-উথাল-পাথাল
কিশোর মনটা দোলাতে।
শরৎ এলো কবির মনে
ছড়ায় ফুল সে ফোটাতে,
উজাড় করা আবেগ দিয়ে
মনের খোরাক মেটাতে।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
আইএ