নদীকূল কাশফুলে ভরা যদি রয়
আকাশের কালো রূপ সাদা মেঘে ক্ষয়
জেনে নিও শরৎ ঋতু এসেছে নিশ্চয়।
ঝরো ঝরো বর্ষার বিদায়ের ধ্বনি
চারদিকে শরতের আগমন শুনি
ফকফকে দূরাকাশে কতো কী যে বুনি।
শরতের সমীরণ মন নেয় কেড়ে
মেঘেদের ঠোকাঠুকি দূরাকাশ জুড়ে
মন হলো ফুরফুরে শরতের সুরে।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
এটি