ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

আমার সোনার গাঁয় ‍| আব্দুস সালাম

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
আমার সোনার গাঁয় ‍| আব্দুস সালাম

নীল আকাশে যায় রে দেখা
নানান রঙের ঘুড়ি
নদীর তীরে যায় রে পাওয়া
শামুক, ঝিনুক, নুড়ি।
 
শাপলা, শালুক ফুটে থাকে
নদ-নদী, খাল-বিলে
চুনো, পুঁটি, খুঁজে বেড়ায়
মাছরাঙা, গাংচিলে।


 
হেথায় সেথায় যায় রে দেখা
দীঘি, পুকুর ঘাট
চোখটা জুড়ায় যখন দেখি
সবুজ ঘেরা মাঠ।
 
প্রজাপতির মেলা বসে
পথগুলোর ঝোপ-ঝাড়ে
ঝিঁঝিঁপোকার ডাক শোনা যায়
বাঁশের ঝাড়ে ঝাড়ে।
 
গাছে গাছে পাখিরা সব
মধুর সুরে গায়
এসব কিছু যায় রে দেখা
আমার সোনার গাঁয়।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।