নীল আকাশে যায় রে দেখা
নানান রঙের ঘুড়ি
নদীর তীরে যায় রে পাওয়া
শামুক, ঝিনুক, নুড়ি।
শাপলা, শালুক ফুটে থাকে
নদ-নদী, খাল-বিলে
চুনো, পুঁটি, খুঁজে বেড়ায়
মাছরাঙা, গাংচিলে।
হেথায় সেথায় যায় রে দেখা
দীঘি, পুকুর ঘাট
চোখটা জুড়ায় যখন দেখি
সবুজ ঘেরা মাঠ।
প্রজাপতির মেলা বসে
পথগুলোর ঝোপ-ঝাড়ে
ঝিঁঝিঁপোকার ডাক শোনা যায়
বাঁশের ঝাড়ে ঝাড়ে।
গাছে গাছে পাখিরা সব
মধুর সুরে গায়
এসব কিছু যায় রে দেখা
আমার সোনার গাঁয়।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
এএ