কোনখানে এতো মায়া ভায়ের মতো,
মায়ামাখা এই দেশ মায়ের মতো।
এখানে ভাঙায় ঘুম দোয়েল পাখি,
ডানা মেলে মন পাখি কোয়েল নাকি?
চাঁদমামা জেগে থাকে নিশির কোলে,
লাউফুলে চিকচিক শিশির দোলে।
ঢেউ নাচে সবুজের হাটের কাছে,
কত আলো খেলা করে মাঠের কাছে।
প্রজাপতি ছুটে রোজ ফুলের দেশে,
কবি মন ছোটে নদী, কূলের দেশে।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
এএ