ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

রাতুলের ঈদ ‍| রেবেকা ইসলাম

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৬
রাতুলের ঈদ ‍| রেবেকা ইসলাম

এবার ঈদে রাতুল যাবে গাঁয়ে দাদার বাড়ি
মাঠ পেরিয়ে হাট পেরিয়ে মেঘনা দিয়ে পাড়ি
অনেক কিছু কেনা হলো বাক্স হলো ভারী
দাদার জন্য পাঞ্জাবি আর দাদির জন্য শাড়ি।

দাদার বাড়ি যাচ্ছে রাতুল তিনটি বছর পর
পড়ছে মনে দাদার ছিলো পোক্ত টিনের ঘর
ঘরের পাশে উপুড় করা লাল গরুটার খড়
মনটা জুড়ে খুশির নাচন কাঁপছে গলার স্বর।

রাতুল যাবে দাদার বাড়ি করতে এবার ঈদ
বাবা যে তার পায় না ছুটি ব্যস্ত শল্যবিদ
কিন্তু এবার মিটবে আশা পূর্ণ হবে জিদ
ভাবতেই তা উধাও হলো দুচোখ তারার নিদ।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।