বর্ষা গেলো শরৎ এলো
আলোছায়ার খেলা
নীল আকাশে মেঘের রানী
সাজায় শুভ্র ভেলা।
রাশিরাশি কাশের বনে
দোলে কমল কায়া
শাপলা শালুক দীঘির জলে
ছড়ায় রূপের মায়া।
সাদা সাদা বকের সারি
দূর নিবাসের পানে
ক্লান্তহীন ছুটছে তারা
সন্ধ্যে বেলা টানে।
শিশির মাখা শিউলি ফুল
ঘাসফড়িংয়ের সাথে
জড়িয়ে আছে দূর্বাঘাসে
এমন শারদ-প্রাতে।
বাংলাদেশ সময়: ০৩২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৬
আইএ