এক বলে দুইরে
চলো যায় শুইরে
দুই বলে তিনরে
কত ধিনধিনরে!
তিন বলে চাররে
কত চাস আররে?
চার বলে পাঁচরে
ঘর গিয়ে বাঁচরে
পাঁচ বলে ছয়রে
মনে যে ভয়রে
ছয় বলে সাতরে
চল আসি সাঁতরে
সাত বলে আটরে
কোথায় সে ঘাটরে!
আট বলে নয়রে
ও নাই নাই নাইরে
নয় বলে দশরে
দূরে-যে বসরে
দশ বলে নয়রে
ও কথা কসরে
তার চেয়ে সব মিলে
পাশাপাশি বসরে...
বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৬
আইএ