ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

যায় না রাসেল দূরে | আলেক্স আলীম

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৮, অক্টোবর ১৮, ২০১৬
যায় না রাসেল দূরে | আলেক্স আলীম

যায় না রাসেল দূরে

একটি ছেলে ফুলের মতো
কী ছিলো তার দোষ?
ভোর না হতে ঘাতক এসে
ফণা তোলে ফোঁস!
সেই ছেলেটি রাসেল সোনা
যাইনি আজও ভুলে।
তার চেতনায় যেতে হবে
স্বাধীনতার মূলে।


তপ্ত বুলেট কেড়ে নিলেও
যায় না রাসেল দূরে।
রাসেল তুমি বেঁচে থাকো
আমার হৃদয় জুড়ে।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।