অঘ্রাণ
ধান কাটা হলো সারা
উৎসবে মাতোয়ারা
পল্লীর প্রতি পাড়া।
চারিদিক পাখি গায়
দুঃখের ঠাঁই নাই
আজ এ বাংলায়।
তাত-রসে ভিজে পিঠে
খেতে লাগে আহা! মিঠে
অঘ্রাণের ভোরে উঠে।
মাঠের ডাক
আয় ভাই, চল যাই
মাঠ ডাকে ইশারায়
সোনা-রোদ ঝলকায়।
কাঁচিখানা হাতে তোল
ভোল যত ব্যথা ভোল
দ্যাখ খুশি খায় দোল।
ওই ওঠে রাঙা ভোর
পিঠা-পুলির অন্তর
খুলে দিল সুখ-দোর।
বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
এএ