শীতের সকালে খুব ভোরে দেখি
কুয়াশায় ঢাকা মাঠ,
গরম চাদরে গা ঢেকে করি
শীতের কবিতা পাঠ।
মিষ্টি গন্ধে ঘর ভরে গেছে
গরম ভাঁপার ভাপে,
চলছে বানানো চিতই পিঠা
উনুনের উত্তাপে।
শীতের সকালে ভিন্ন আমেজ
বাংলার ঘরে ঘরে,
এই সুখ যেন অক্ষত থাকে
অনন্ত কাল ধরে।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
এএ
।