ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

ইচ্ছে করে ǁ অমিয় দত্ত ভৌমিক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪০, ডিসেম্বর ১৭, ২০১৬
ইচ্ছে করে ǁ অমিয় দত্ত ভৌমিক ইচ্ছে করে

ইচ্ছেগুলো ঘোরে ফেরে
অসীম নিখিল পানে
দূর দিগন্তে হারায় হারায়
আপন অভিমানে।

ইচ্ছে করে উড়ে চলি
যেদিক দু’চোখ যায়
হোক না সেটা উল্টোসিধে
হোক ডানে বায়।

ইচ্ছে করে জন্তুগুলো
নিজের মতো গড়ি
লাগবে না আর দড়ি খাঁচা
রিমোট যদি ধরি।

ইচ্ছে করে সৃষ্টি করি
সুরের নতুন ধারা
ভুবন হবে মোহন বিনোদ
অচল আমায় ছাড়া।

ইচ্ছে করে ভিনগ্রহে
আপন নিবাস গড়ি
ঘরগুলো শূন্যে ভাসবে
উড়ে চলবে গাড়ি।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।