ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

ঠাকুর মশাই | আহমেদ রব্বানী

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৫, জুন ১২, ২০১৭
ঠাকুর মশাই | আহমেদ রব্বানী ঠাকুর মশাই

লিখব কী আর ভাই
লেখার কিছু নাই
যা লিখি তা লিখে গেছেন
ঠাকুর মশাই।

লেখার জন্য বসি যখন
পাই না খুঁজে ছন্দ
রবি ঠাকুর এসে মনে
লাগান ভীষণ দ্বন্দ্ব।

দেশকে নিয়ে লিখতে গেলে
রবি মনে আসে
ফুলপাখি আর নদীর কথা
রবির লেখায় হাসে।

তাই করেছি পণ
লিখব না আর কোনোকিছু
পড়ায় দিলাম মন।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, জুন ১২, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।