ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩১, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯ রবিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বাবা তুমি | লিটন কুমার চৌধুরী

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
বাবা তুমি | লিটন কুমার চৌধুরী বাবা তুমি

বাবা তোমার আকাশ সমান উদার করা বুক
তোমার বুকে মাথা রেখে পাই যে পরম সুখ।
মমতারই স্নেহ দিয়ে মাথায় রাখ হাত
সুখের পরশ পেয়েই আমি কাটাই সারারাত।

তোমার ছোঁয়া সবখানেতে জীবন খেলার মাঠে
তুমিই বাবা পরম পাওয়া সকল সুখের পাঠে।
তুমি বাবা শীতল আবেশ বটের ছায়ার মত
হৃদয় জুড়ে সোহাগ দিয়ে দূর করে দাও ক্ষত।

হাতের উপর হাত দিয়ে শেখা হতো লেখা
তোমার হাতে সেই যে আমার প্রথম পড়া শেখা।
তুমিই বাবা সুখ অনাবিল তৃষ্ণাতুরে জল
দু’চোখ জুড়ে আলোর ছটা-স্বপ্ন অবিরল।

তুমিই আমার প্রিয় বাবা, তুমিই আমার প্রিয়
সকল সময় বাবা আমার শ্রদ্ধা আমার নিও।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।