ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

টাপুর টুপুর ‍| আলমগীর কবির

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৪৮, জুলাই ২৪, ২০১৭
টাপুর টুপুর ‍| আলমগীর কবির টাপুর টুপুর ‍

বৃষ্টি রানির দুইটি মেয়ে
টাপুর এবং টুপুর

টাপুর প্রিয় সকাল এবং
টুপুর প্রিয় দুপুর।

টাপুর প্রিয় আলতো ছোঁয়া
খোকা এবং খুকুর,

টুপুর প্রিয় ঝমঝমা ঝম
মিষ্টি সুরের নূপুর।

মায়ের সুরে গায় বর্ষায়
মায়ের সুরে বাজে,

দুইটি বোনের স্বপ্ন জমা
মেঘলা দিনের ভাঁজে।



ইচ্ছেঘুড়ি

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।