ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ভূত-পেত্নী | পলাশ বসু

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
ভূত-পেত্নী | পলাশ বসু ভূত-পেত্নী

ভূতের সাথে দোস্তি আমার অনেক অনেক কাল
হঠাৎ নাখোশ হয়ে পেত্নী মিটাতে চাইলো ঝাল।

হুমকি দিলো পেত্নী আমায় করবে কঠিন হাল
পেলেই হলো বাইরে শুধু তুলবে গায়ের ছাল।
এমন হুমকি পেয়ে আমি দারুণ পেলাম ভয়
ভয়ে আমার কাঁপছে পিলে, কখন কী যে হয়!

এসব শুনে ভূতের রাজা জলদি আসলো ছুটে
অভয় দিলো, আদর দিলো, ভয় গেল সব টুঁটে।


আবার আমি মনের সুখে ঘুরছি হেতা-সেথায়
ভয় পাই না এখন আমি পেত্নীর খেলো কথায়।

ভূত-পেত্নীর এসব কথন গাল-গপ্পেই মানায়
সত্যি বলছি ভূত-পেত্নীকে মানুষ শুধু বানায়।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।