ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ইচ্ছেঘুড়ি

খোকার প্রশ্ন | ইউনুস মেহেদী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
খোকার প্রশ্ন | ইউনুস মেহেদী উঁকি দিচ্ছে চাঁদ, ছবি: জনি সাহা

গাছ-গাছালির মাথায় কি ওই
ওমা দেখে যাও
থালার মতো; বলের মতো
ভালো করে চাও।

ডাকলে তারে কখনো সে
দেয় না কেন সাড়া?
চারপাশে তার মিটমিটিয়ে
জ্বলছে মা ওই কারা?

ভোর হলে আর দেখি না
পালায় সে যে কই?
তার বদলে পূব দিকে মা
লাল কি দেখি ওই!লেখা পাঠাতেবাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।