ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ধান পেকেছে | সুমন বিশ্বাস

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
ধান পেকেছে | সুমন বিশ্বাস প্রতীকী ছবি

ধান পেকেছে, ধান পেকেছে
চোখের তারা মাঠের পারা
সে হিল্লোলে আত্মহারা।

আগ প্রভাতে কাস্তে হাতে
কৃষক ছোটে মাঠের পানে,
উঠলো ভরে থরে বিথরে
আকাশ বাতাস মাটির গানে।
ধান পেকেছে, ধান পেকেছ।


 
ধান পেকেছে, ধান পেকেছে
সুর উঠেছে কাঁচির আগায়
সোনার ধানের গোঁড়ায় গোঁড়ায়।
পাখ-পাখালির মনের মাঝে
উঠলো নাচন ভাঁজে ভাঁজে,
নতুন ফসল নতুন খুশি
সকাল সাঁঝে সে সুর বাজে।
ধান পেকেছে, ধান পেকেছে। ।
 
ধান পেকেছে, ধান পেকেছে
ধুম লেগেছে গাঁও গেরামে
আসছে খুশি হাসির খামে।
নতুন ধানের চালের গুঁড়া
দিচ্ছে দোলা সবার মনে,
পূর্ণ শশীর পূর্ণিমা চাঁদ
হাসছে যেন রোজ স্বপনে।
ধান পেকেছে, ধান পেকেছে। ।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।