ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

আমাদের খোকা বাবু

মোস্তফা কামাল বিপ্লব | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১১
আমাদের খোকা বাবু

এই আমাদের খোকা বাবু
দুষ্টুমিতে সেরা,
তার হাতে কেই পড়লে কভু
করবে পটল চেরা!

ঘুরবে পিছে পাঁচে পাঁচে
পঁচিশ কেন হয়,
রাত্রে কেন ঝোপ জঙ্গলে
পোকা সাপের ভয়?

কাঁদলে কেন অশ্রু ঝরে
রাগলে অভিমানী,
বর্ষা এলেই ঝরবে কেন
আকাশ থেকে পানি?

ওল খেলে ক্যান ধরবে গলা
নিমের পাতা তিতা,
বৃষ্টির পানি ঠেকায় বলে
ধরবে কেন ছাতা?

নিদ্রাকালে যায় না কেন
চোখে কিছু দেখা,
তড়িৎ দিলেই ঘোরে কেন
ইলেক্ট্রিক পাখা?

আরো আছে নানান কথা
খোকা বাবুর পেটে,
জবাব দিতে না পেরে তাই
পড়ে আগেই কেটে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।