ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বৈশাখী মেলা | শাহজাহান মোহাম্মদ

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
বৈশাখী মেলা | শাহজাহান মোহাম্মদ প্রতীকী ছবি

নতুন দিনের বার্তা নিয়ে
এলো বোশেখ মেলা
মাটির পুতুল হাতি ঘোড়া
কমল মনে খেলা।

চুড়ি, ফিতা, লাল জামা
স্বপ্নে ছবি আঁকা
বায়স্কোপের নেশায় নেশায়
ঘুরছি একা একা।

বোশেখ মাসে মেঘের সাথে
সূর্য দিলো আড়ি
গরু মহিষ সঙ্গে নিয়ে
ফিলো রাখাল বাড়ি।

এক্কা দোক্কা গোল্লাছুট 
বউচি খেলার টানে
ছুটে যেতাম তেপান্তরে
সজুন বন্ধুর গানে।

ichবাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।