ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

মেড ইন বাংলাদেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১১
মেড ইন বাংলাদেশ

এক জাপানি ভদ্রলোক এসেছেন বাংলাদেশ ভ্রমণে। এয়ারপোর্ট থেকে বের হয়ে সামনে অপেক্ষারত ট্যাক্সিতে চড়ে বসলেন হোটেলে যাওয়ার জন্য।



একটু পর একটা মোটরবাইক পাশ কাটাতেই জাপানিটা উল্লাসে বলে উঠলেন, হোন্ডা, মেড ইন জাপান, ভেরি ফাস্ট!! ড্রাইভার কিছু বলল না।

একটু পর ওভারটেক করল একটা কার, আবার জাপানির চিৎকার, টয়োটা, হাহা, মেড ইন জাপান, ভেরি ফাস্ট!! ট্যাক্সি ড্রাইভার চুপচাপ শুনল, কিছু বলল না।

... এরপর একটার পর একটা গাড়ি পেছন থেকে এগিয়ে যাচ্ছে আর জাপানি লোকটার উৎসাহ বেড়ে যাচ্ছে। কখনও মিৎসুবিশি, কখনও হোন্ডা, কখনও টয়োটা বলে লাফাচ্ছে আর মনের আনন্দে গুনকীতর্ণ করছে। মেড ইন জাপান ভেরী ফাস্ট!! ভেরী ফাস্ট!!

অবশেষে হোটেলে পৌছলেন তিনি। ট্যাক্সি থেকে নেমে ভাড়া দিতে গিয়ে অবাক। এইট হান্ড্রেড টাকা? হাউ কাম?

এতক্ষণ চুপ থাকার পর কথা বলার চান্স পেয়ে ট্যাক্সি ড্রাইভার বললেন, হাহা, ইয়ে মিটার, মেড ইন বাংলাদেশ, ভেরী ফাস্ট!! ভেরী ফাস্ট!!

সংগ্রহে: তৌফিকুল ইসলাম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।