ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ইচ্ছেঘুড়ি

মে দিবস | জাকির আজাদ

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, মে ১, ২০১৮
মে দিবস | জাকির আজাদ প্রতীকী ছবি

ক্যালেন্ডারের বারো মাসের
এক তারিখের মে’মাস,
দেশে দেশে এই দিনটা 
কেনো এতো ফেমাস!

এমন দিনে আমেরিকার
’হে মার্কেটটা-শিকাগো,
হয়েছিলো রক্ততে লাল 
ইতিহাসে লেখা-গো।

আটঘণ্টা শ্রমের দাবিটা
প্রতিষ্ঠিত করতে,
হয়েছিল অনেক শ্রমিকের 
কোমল প্রাণ ঝরাতে।

সকল দেশে শ্রমের রীতি
থাকলে এমন চালিত,
এই দেশেতে দিবসটা হয়
কেবলমাত্র পালিত।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, মে ০১, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।