ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ইচ্ছে খুশী আঁকো

মাহবুব মিঠু | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১১
ইচ্ছে খুশী আঁকো

ছবি আঁকা খুবই সহজ
আঁকতে যদি চাও
ইচ্ছে স্বাধীন আঁকছি সবাই
আয়রে দেখে যাও।

শূন্য দিয়ে মানুষ আঁকি
আঁকছি আরো কতো কি
ছোট্ট মনি ব্যাঙ এঁকেছে
ঠ্যাং নেই তার মন্দ কি?

আঁকছি দ্যাখ ছোট্ট পাখি
উড়ছে ডানা মেলে
হিজিবিজি দাগ কেটে সব
আঁকার খেলা চলে।



ঠাণ্ডা মাথায় আঁকে রানা
ডাণ্ডা ভাঙা ছাতা
লিপির আঁকা কলা গাছে
সবুজ সবুজ পাতা।

লাজুক বধূর মুখের হাসি
দিলরুবা আঁকে
প্রিয়া আঁকে নদী জল
মাছ ঝাকে ঝাকে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।