ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ঈশপের অনুগল্প: দুই ব্যাঙের ভবিষ্যৎ ভাবনা

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
ঈশপের অনুগল্প: দুই ব্যাঙের ভবিষ্যৎ ভাবনা প্রতীকী ছবি

একটি জলাশয়ে বাস করতো দুই ব্যাঙ। গ্রীষ্মের তীব্র তাপে যখন পুকুরের পানি শুকিয়ে গেলো, তখন তারা একসঙ্গে নতুন জায়গা খুঁজতে বেরিয়ে পড়লো। 

পথে যেতে যেতে পড়লো একটি গভীর কূপ। কূপটি ছিল কানায় কানায় পানিতে পূর্ণ।

যখন তারা এটা দেখলো একটি ব্যাঙ বলে উঠলো, এসো আমরা এখানেই আমাদের নতুন বসতি গড়ে তুলি। এটা আমাদের থাকার জায়গার পাশাপাশি ভালো খাবারও সরবরাহ করবে।

তখন অন্য ব্যাঙটি বললো, কিন্তু একবার ভাবো। এই পানিও আমাদের বিপদে ফেলতে পারে। যদি এখানকার পানি একবার শুকিয়ে যায় তাহলে আমরা কীভাবে বের হবো?

গল্পের শিক্ষণীয় বিষয়: পরিণাম না ভেবে কোনো কাজ করা উচিত নয়।

ইংরেজি থেকে অনুবাদ: ইচ্ছেঘুড়ি ডেস্ক

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।