ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ঈশপের অনুগল্প: রাখাল ও ছাগলের উপকথা

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৪ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৮
ঈশপের অনুগল্প: রাখাল ও ছাগলের উপকথা প্রতীকী ছবি

এক রাখালের পশুর ঝাঁকে অনেকগুলো ছাগল ছিল। সে দলছুট এক ছাগলকে তার পালে ভেড়াতে চাইলো। এজন্য নানারকম কৌশলও আঁটলো সে। 

সে শিস দেওয়া শুরু করলো, ভেঁপুতে ফুও দিলো। কিন্তু কোনো কৌশলেই ঠিক কাজ হচ্ছিল না।

ছাগলটি এসব কর্মকাণ্ডের কোনো ভ্রুক্ষেপও করছিল না।  

তখন রাখাল অন্য এক বুদ্ধি করলো। সে ছাগলের দিকে পাথর ছুড়ে মারা শুরু করলো। এতে ছাগলের শিং গেলো ভেঙে।  

তখন রাখাল ছাগলের কাছে ক্ষমা চাইলো আর এ ঘটনা তার মালিককে না জানাতে অনুরোধ করলো।  

প্রত্যুত্তরে ছাগল বললো- তুমি এতো মুর্খ কেনো? আমি নীরব থাকলেও আমার শিংই কথা বলবে।  

শিক্ষণীয় বিষয়: যা লুকানো যায় না, তা লুকাতে যেও না।  

অনুবাদ: ইচ্ছেঘুড়ি ডেস্ক

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
এএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।