ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ইচ্ছেঘুড়ি

কাব্যকথা

পাখিবিহীন শহর

আমিনুল ইসলাম মামুন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, জুন ২১, ২০১০

পাখিবিহীন শহর
আমিনুল ইসলাম মামুন

গাছের ডালে পাখির কন্ঠ শোনো
পড়ল ভাটা তাদের সুরে
ছড়ায় না সুর অনেক দূরে
মন কাড়ে না আগের মত কোনো।
 
দালানগুলো নিচ্ছে কেড়ে আবাস
যাচ্ছে তারা শহর থেকে
যায় ছুটে যায় বহর থেকে
দালান তুলে আমরা বলি-সাবাস!
 
গড়ছি সবে পাখিবিহীন শহর
বৃহীনা পীহীনা
শহর কেমন ভাবছো কিনা
বুকটা হবে শুষ্ক জলের নহর।


শিশু শ্রমিক
সাদিকুর রহমান নয়ন

কচি হাতে ভাঙছে পাথর
বইছে মাথার বোঝা,
রিক্সা টানে, ঠেলা ঠেলে
ভাবছো খুবই সোজা?

মাথার ঘাম পায়ে ফেলে
শিখছে তারা আজ,
বাড়ি ফিরে কাজ সেরে
যখন গড়ায় সাঁঝ।

রাতের বেলায় শান্তি খোঁজে
ভাঙাঘরের তলে,
আর কতকাল ভাসবে তারা
চোখের নোনা জলে?


বাংলাদেশ স্থানীয় সময় ১৪১৬ ঘণ্টা, ২১ জুন ২০১০
মামুন/এএ/এসআরজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।