ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

সোনার ছেলে মুশি | আলেক্স আলীম

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
সোনার ছেলে মুশি | আলেক্স আলীম সেঞ্চুরির পর মুশফিক/ছবি: মিথুন

এক
এমন কাণ্ড করতে পারে মুশি!
মুশির হাতে দুইশো দেখে
সারা বাংলা খুশি!
মুশি মুশি মুশি!

দুই
সোনার ছেলে মুশি
ব্যাটখানা তার কি যে!
কোন কাজটা করবে কখন
বুঝতে পারেন নিজে!
তার জন্য চওড়া আমার বুক।
বিপর্যয়ে আলো দেখান
হাসিভরা মুখ!

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।