ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

লাল-সবুজে জাগে | আলেক্স আলীম

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৮
লাল-সবুজে জাগে | আলেক্স আলীম টাইগারদের জয়ের মুহূর্ত/ছবি: মিথুন

জিতে গেলো বাংলা আমার
লাল সবুজের মাস।
মেহেদীর বল ঘূর্ণি হয়ে
সৃষ্টি করে ত্রাস!

রিয়াদের ব্যাট তরবারি 
তৃতীয়বার শত!
ক্যারিবীয়দের বুকের ভিতর
বসিয়ে দিলো ক্ষত!

দানবীয় ওয়েস্ট ইন্ডিজ 
গেলো ফলো অনে।
শীতের দিনের বিকেল বেলায়
রোদ উঠেছে মনে!

ঘূর্ণিঝড়ের এই তাণ্ডব
কেউ দেখেনি আগে।


টাইগার এখন হুংকার দেয়
লাল সবুজে জাগে!

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।