ঢাকা, বুধবার, ১৫ চৈত্র ১৪২৯, ২৯ মার্চ ২০২৩, ০৬ রমজান ১৪৪৪

ইচ্ছেঘুড়ি

বিজয় বিজয় | শাহজাহান মোহাম্মদ

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
বিজয় বিজয় | শাহজাহান মোহাম্মদ প্রতীকী ছবি

বিজয় বিজয় 
দুধের শিশু
হাঁটি হাঁটি পা
যার আদলে গড়ে ওঠা
সেই তো আমার মা।

বিজয়  বিজয়
সোনার ফসল
কিষাণ বধূর গীত
ভোরের পাখি কিচিরমিচির
ভাঙলো রবির নিদ।

বিজয় বিজয়
গাঁও গ্রামে
রাখাল বাঁশির সুর
স্বাধীনচেতা মনটা যে আজ
ছুটছে বহু দূর।

বিজয় বিজয়
শহীদ ভাইয়ের
রক্তে কেনা দেশ
ফুলে ফুলে পতাকাটায়
লাল সবুজে বেশ।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa