ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

চাইল্ড পার্লামেন্টের অধিবেশন ১৮ ডিসেম্বর

আল মাসুদ নয়ন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১১
চাইল্ড পার্লামেন্টের অধিবেশন ১৮ ডিসেম্বর

ঢাকা : চাইল্ড পার্লামেন্টের ৯ম অধিবেশন আগামী ১৮ ডিসেম্বর’২০১১ রোববার শুরু হবে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



রাজধানীর আগারগাঁও এর এলজিইডি মিলনায়তনে এই অধিবেশন অনুষ্ঠিত হবে।

দেশের বর্তমান সার্বিক পরিস্থিতিতে ‘শিশু স্বাস্থ্যসেবা ও সুশাসন’ বিষয়ে চাইল্ড পার্লামেন্ট প্রতিনিধিদের জরিপ তথ্য ও বিশিষ্ট ব্যক্তিদের মতামতের ভিত্তিতে একটি কর্মপত্র অধিবেশনে প্রকাশিত ও আলোচিত হবে।

অধিবেশনে দেশের ৬৪ জেলা থেকে একজন করে প্রতিনিধি ও দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ২০ জন শিশু প্রতিনিধিসহ মোট ৮৪ জন শিশু অধিবেশনে অংশ নেবেন।

অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলী। এতে সভাপত্বি করবেন স্পিকার রাজু আহমেদ।

অধিবেশনের পূর্বে চাইল্ড পার্লামেন্টের প্রতিনিধিরা শিশু স্বাস্থ্য সেবার জরিপ প্রতিবেদনের ফলাফল নিয়ে শিশু বিশেষজ্ঞ ডা. এম আর খান, সংসদ সদস্য ডা. এম এ মান্নান ও শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, শিশু হাসপাতালের পরিচালক, বাংলাদেশ ঔষধ প্রশাসন বিভাগের মহাপরিচালক, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের মহাসচিবসহ দেশের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যাক্তির কাছ থেকে মতামত নেবেন।

বাংলাদেশ সময় : ১৯৩৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।