ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

কাপ আনবো ঘরে | আলেক্স আলীম 

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪২ ঘণ্টা, জুন ১৮, ২০১৯
কাপ আনবো ঘরে | আলেক্স আলীম 

রানের পাহাড় দেখে এখন
হয় না আমার ভয়!
বল উড়ে যায় আকাশ পানে
ছয়ের পরে ছয়!

ব্যাটিং বলো বোলিং বলো
সবকিছুতে সেরা।
চুপেচুপে ভয় পাচ্ছে
বিশ্বমোড়লেরা!
কাপ আনবো ঘরে এবার
তাই করেছি ঠিক।


আছে সাকিব, সৌম্য তামিম
লিটন ও মুশফিক।  
ফিজ আছে ম্যাশ আছে
আরও কত কিযে!
ভয় হচ্ছে ভাগ্য কখন
বৃষ্টিতে যায় ভিজে!

বাংলাদেশ সময়: ০২৩৪ ঘণ্টা, জুন ১৮, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।