ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ইচ্ছেঘুড়ি

বর্ষা ফুলের কাব্য | সাদাত সবুজ

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
বর্ষা ফুলের কাব্য | সাদাত সবুজ প্রতীকী ছবি

আকাশজুড়ে মেঘের ভেলা
এলো বর্ষাকাল,
বৃষ্টি মেয়ে নৃত্য করে
সকাল বিকাল।

ফুলের বন উঠলো জেগে
বাতাস ভরা ঘ্রাণ,
দোল খায় বৃষ্টিতে ভিজে
কামিনী রঙ্গন।
বিলে ঝিলে শাপলা ফোটে
ডাঙায় কদম কেয়া,
আরো আছে ঝিঙে কুমড়া 
সাথে সর্বজয়া।


মিষ্টি দোলন দোপাটি বকুল
কত রং হলুদ লাল,
ঘাসফুল বলে পাটফুল বলে
জননী তুমি- প্রিয় বর্ষাকাল।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।