ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

স্কুল ব্যাগটা | সাদাত সবুজ

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
স্কুল ব্যাগটা | সাদাত সবুজ প্রতীকী ছবি

স্কুল ব্যাগটা-
দিন দিন পেট ফুলে
এতোই যে ভারি হলো,
খোকা খুকু থাকে ঝুলে।

পিঠে ব্যাগ বাঁধিয়ে
আনমনে হাঁপিয়ে,
অংক ইংরেজি-
আরো যেন খোঁজে কি?
বই খাতা উপড়িয়ে
ব্যাগটা ঝেড়ে ঝুড়ে,
খোঁজে আরো কোনটা!
সাধারণ জ্ঞানটা?
আর্টের খাতা কই,
ভূগোলের হ্যান্ডনোট।
এত সব খাতা বই
মাথায় পাকিয়ে জোট।


সবিশেষ বোঝা ভার
ব্যাগটা যে কার,
কোন ক্লাসের সে
প্রশ্ন সবার।

...বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।