ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ভোলায় শিশু আনন্দ মেলা

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১১
ভোলায় শিশু আনন্দ মেলা

ভোলা: মহান বিজয় দিবস উপলক্ষে ভোলায় তিনদিনব্যাপী শিশু আনন্দ মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।



এরপর কবি মোজাম্মেল হক টাউন হলে মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মেসবাহুল ইসলাম।

অতিরিক্ত জেলা প্রশাসক ড. আব্দুল হাকিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা তথ্য কর্মকর্তা মাহাফুজুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আখতার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিউর রহমান, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, সাংবাদিক এমএ তাহের, অধ্যক্ষ আফসার উদ্দিন বাবুল, শিক্ষিকা খালেদা খানম প্রমুখ।

বক্তরা বলেন, ‘শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। এদের উচ্চ শিক্ষায় বেড়ে ওঠতে বিভিন্ন সামাজিক ও বিনোদনমূলক অনুষ্ঠান সহায়তা করে থাকে। এতে শিশুদেরও মানুষিক বিকাশ হয়’।

জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা তথ্য দপ্তর ও শিশু একাডেমির উদ্যোগে আয়োজিত এ মেলা ১৬ ডিসেম্বর পর্যন্ত চলবে।


বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।