ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

ঈশপের গল্প

ভেড়ারূপী নেকড়ের পরিণতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৪, নভেম্বর ৩, ২০১৯
ভেড়ারূপী নেকড়ের পরিণতি ভেড়ার সাজে নেকড়ে। ছবি: প্রতীকী

অনেক বছর আগে এক বনে বাস করতো একটি নেকড়ে। খাবার জোগাড়ের সুবিধার জন্য একদিন সে অদ্ভুত এক ফন্দি আঁটলো। ভেড়ার চামড়া গায়ে দিয়ে ভেড়া সেজে ওদের পালে ভিড়ে গেলো সে।

এভাবে রাখালের চোখ ফাঁকি দিয়ে ভেড়ার পালের সঙ্গে হাঁটতে লাগলো নেকড়েটি। সন্ধ্যা হলে ভেড়াদের খোঁয়াড়ে ফেরার সময় হয়।

তখন ভেড়ার পালের সঙ্গে রাখাল নেকড়েটিকেও খোঁয়াড়ে রাখে। তারপর তার দরজা শক্ত করে আটকে দেয়।  

রাতে ভেড়ার মাংস খাওয়ার জন্য একটি ভেড়াকে ধরে নিয়ে যেতে খোঁয়াড়ে ঢোকেন রাখাল। তখন ভুল করে ভেড়ার জায়গায় নেকড়েকেই ধরে নিয়ে যান তিনি। পরদিন খাবার জন্য ভেড়া ভেবে রাখাল নেকড়েটিকেই মেরে ফেলেন।  

ভেড়া ভেবে নেকড়েকেই মেরে ফেলেন রাখাল।  ছবি: প্রতীকী

শিক্ষণীয় বিষয়: অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হয়।  

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
এফএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।