ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

রবির আলো | রানাকুমার সিংহ

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৩, মে ৮, ২০২০
রবির আলো | রানাকুমার সিংহ

সাহিত্য আর কাব্য প্রিয় 
আমার ছোট কাকুর
তার প্রিয় খুব বিশ্বকবি
রবীন্দ্রনাথ ঠাকুর।

রবির গড়া কাব্য-নাটক 
গান বলো বা ছড়া
কাকুর কাছে বেশিরভাগই
রয়নি বাকি পড়া।

কাকু বলেনমন দিয়ে শোন
পড়বি রবির লেখা
এই জীবনে শিখবি তাতে
জ্ঞানের পাবি দেখা।

পড়বি যত অবিরত
ভাগবে দূরে কালো
রবীন্দ্রনাথ মননজুড়ে
যায় ছড়িয়ে আলো।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মে ০৮, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।