প্রকাশনাটিতে থেকে এখন পর্যন্ত প্রকাশ পেয়েছে ৬৫টি বই। বেশিরভাগ বই-ই পিকটোরিয়াল, যা একেবারেই ছোট শিশুদের জন্য উপযোগী।
করোনার দিনগুলোয় ছাপা অক্ষরে পত্রিকা প্রকাশ করা না গেলেও ইকরিমিকরি তাদের অনলাইন পেজে নানান কর্মকাণ্ড রেখেছে শিশুদের জন্য। তাতে ঘরবন্দি এই সময়টায় শিশুরা তুমুল আনন্দে কাটাতে পারছে। এই ঈদুল ফিতরে ইকরিমিকরি পত্রিকাটি অনলাইন সংস্করণে ঈদসংখ্যা হিসেবে প্রকাশিত হয়েছে। এছাড়াও ২৫ মে ঈদের দিন প্রকাশ পেয়েছে ইকরিমিকরির নিজস্ব একটি গান।
গান প্রসঙ্গে কিছু কথা
ইকরিমিকরির একটি গান হবে এটি বেশ পুরনো ভাবনা। ভাবনারই বাস্তব রূপ প্রকাশ পেল এই ঈদে। ছোটদের জন্য যেকোনো কাজ মহানন্দে করেন শিল্পী ধ্রুব এষ।
ইকরিমিকরির সঙ্গেও তিনি অনেক কাজ করেছেন। লিখেছেন শিশুদের জন্য মজার কয়েকটি বই। তার ভাবনার জগতের বড় অংশ হলো শিশু। ইকরিমিকরির গান বিষয়ক প্রস্তাবে সাড়া দিয়ে ধ্রুব এষ লিখেছেন সেই প্রতিক্ষিত গানটি।
‘পাখি আঁকি, পাখি বানাই’ শিরোনামের গানটিতে সুর তুলেছেন প্রিয় শিল্পী কনক আদিত্য। ভালোবেসে গেয়েছে মিষ্টি দুজন বন্ধু নীল স্রোতস্বিনী ও ঋভু রোদ্দুর।
গানের কথায় উঠে এসেছে ইকরিমিকরির সব কাণ্ডকীর্তির কথা। শিশুদের মনের জগৎ হবে রঙিন, আর ভাবনার দুয়ার অসীম, এটাই ইকরিমিকরির একমাত্র ব্রত।
গানটি শুনতে ক্লিক করুন এখানে
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মে ২৬, ২০২০
এএ