ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

খোকা ও জোনাকপোকা | বিএম বরকতউল্লাহ্

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, জুলাই ৩০, ২০২০
খোকা ও জোনাকপোকা | বিএম বরকতউল্লাহ্

আমার মায়ের চোখের আলো কে নিয়েছে কেড়ে
অন্ধ মায়ের চোখের আলো ফিরিয়ে দিবে কে রে।  
পূর্ণিমা চাঁদ দিলে না ভাই তোমার কিছু আলো,
সুয্যি মামা রোদের কণা দিলেই হতো ভালো।


 
কেউ দিল না কেউ দিল না ফিরে এলাম শেষে
আধার রাতে জোনাকপোকা উঠল হঠাৎ ভেসে।
ছুটে গেলাম বনের ধারে জোনাকপোকার কাছে
আলোর পিদিম জ্বেলে পোকা উঠলো গিয়ে গাছে।

ভাইটি আমার একটু আলো দিবি আমার মাকে?
দেখ না চেয়ে অন্ধ মা-টি ঘরের কোণায় থাকে।
চোখের আলো দিলে আমায় দেখতো পরান ভরে
দিবিরে ভাই একটু আলো যাই নিয়ে আজ ঘরে।

আমার হাতে একটু আলো দিল জোনাকপোকা
সেই আলোতে দৃষ্টি পেয়ে ডাক দিল মা খোকা।
ছুটে গেলাম মায়ের কাছে দেখল আমায় চেয়ে
জোনাকপোকার আলোতে মার ভুবন গেলো ছেয়ে!

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।