১.
হালকা বাতাস বৃষ্টি দোলায়
আকাশপারে দৃষ্টি হওয়ায়
শিউলিরা সব হাসে।
দীঘি-বিলের টলোমল
চারিদিকের যে ঝলমল
দৃষ্টি কাড়ে কাশে।
কাশের বনে আকাশ কোণে
ভরে ওঠে সুখের পরত
সাদা মেঘের ভেলায় চড়ে
ওড়ে দৃষ্টিরানি শরৎ।
২.
নীল আকাশে মেঘের ভেলা
চকচকে রং সাদার মেলা
পাখা মেলে ওড়ে গাঙচিল
মেঘের রোদে ঝিলমিল।
ঝির বাতাসের মিষ্টি দুপুর
কাদা-জলের পায়ের নূপুর
মাঠে-ঘাটের দৃশ্য
স্বপ্ন দোলায় বিশ্ব।
শরৎ করে কানাকানি
আকাশবাতাস জানাজানি
চোখ বলে একটু থাম
আয় বৃষ্টি জোরে নাম।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২০
এএ